1. news1@janatarabrahmanbaria.online : admin :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া পৌর ওলামাদলের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে অর্থ উপদেষ্টার ডিও লেটার এনসিপির সমর্থকদের বিরুদ্ধে ভূমি অফিসের বেষ্টনী ভাঙ্গার অভিযোগ \ থানায় এসিল্যান্ডের জিডি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতীয় প্রায় ৬৩ মণ (২ হাজার ৫০০ কেজি) গরুর মাংসসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরস্থ ওলীয়ে কামেল শাহ্পীর কল্লা শহীদ (রহ:) এর সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ আগামী ১০ আগষ্ট থেকে শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামের নুসরাত আক্তার (১২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় রাজধানীর উত্তরা থেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানগর গোধূলী ট্রেনে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে সম্প্রতি ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটি ২৫ জুলাই বিলুপ্ত করে

নবীনগরে আওয়ামীলীগের সমর্থক সাবিনা ইয়াসমিন পুতুলকে নাশকতার মামলায় গ্রেপ্তার ।

জনতার ব্রাহ্মণবাড়িয়ার বার্তা সম্পাদক / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
নবীনগরে আওয়ামীলীগের সমর্থক সাবিনা ইয়াসমিন পুতুলকে নাশকতার মামলায় গ্রেপ্তার ।
নবীনগরে আওয়ামীলীগের সমর্থক সাবিনা ইয়াসমিন পুতুলকে নাশকতার মামলায় গ্রেপ্তার ।

নবীনগরে আওয়ামীলীগের সমর্থক সাবিনা ইয়াসমিন পুতুলকে নাশকতার মামলায় গ্রেপ্তার ।

কাজী মেহেদী হাছান , নবীনগর প্রতিনিধি :-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী উদ্যোক্তা ও আওয়ামী লীগের সমর্থক সাবিনা ইয়াসমিন পুতুলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ সন্ধ্যার পর নবীনগর বাজার হতে তাকে গ্রেপ্তার করে রাতেই আদালতে সোপর্দ করা হয়েছে। ২০২৪ সালে ৬ ডিসেম্বরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার গ্রেপ্তারের পরপরই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী আনন্দ মিছিল শেষে থানা গেইটের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় আওয়ামী দোসর সাবিনা ইয়াসমিন পুতুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং অতি দ্রুত বাকি আওয়ামী দোসরদের গ্রেপ্তারের জোর দাবি জানান ।
জানা যায়, পুতুল নবীনগর বাজারের সমবায় সুপার মার্কেটের একজন মনোহারি ব্যবসায়ী ও দৈনিক ভোরের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সবশেষ গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থক হিসেবে তৎকালীন আওয়ামী লীগ এমপি ফয়জুর রহমান বাদলের ছবি দিয়ে পোস্টার করে তিনি নির্বাচনে অংশ নেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর ‘জনতার ভাইস চেয়ারম্যান’ নামের ফেসবুক পেজ থেকে নিয়মিত নানা বিষয়ে আক্রমণাত্মক লেখালেখি করতে থাকেন তিনি। তবে পুতুল নিজে একজন আওয়ামী সমর্থক হয়েও বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নিয়মিত মিছিল-সমাবেশ করেছেন বলে এলাকাবাসী জানান।
সবশেষ গত সপ্তাহে ‘জনতার ভাইস চেয়ারম্যান পুতুল’ নামের ওই আলোচিত ফেসবুক পেইজটি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দিয়ে পুতুল নতুন করে সমালোচিত হন।
সেসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পুতুলের গ্রেপ্তারের দাবিতে স্ব স্ব ফেসবুকে একাধিক পাল্টা পোস্ট দিতে থাকেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য নবীনগরের সাবেক ছাত্রনেতা হযরত আলী নবীনগর অনলাইন টিভিকে, বলেন, গ্রেপ্তার হওয়া পুতুল একজন চিহ্নিত আওয়ামী দোসর। সে কিছুদিন আগেও আগামীদিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে ক্ষমার অযোগ্য একটি পোস্ট দিয়েছে।তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, উপজেলার শিবপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় পুতুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
Theme Created By Jp Host BD