‘শাহবাজপুর আলোচিত শিশু ময়না হত্যার দ্রুত বিচার দেখতে চাই হেফাজতে ইসলাম।
মাইমুনা আক্তার ময়না হত্যাকান্ডের বিষয়ে খোঁজ খবর নিতে ময়নার পরিবার কে সমবেদনা জানাতে তাদের পাশে দাড়ানোর জন্য, আজ শাহবাজপুর হাবলিপাড়া ময়নার বাড়িতে উপস্থিত হয়েছেন,
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান সাহেব দাঃবাঃ এর নেতৃত্বে জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ নেতৃবৃন্দ।
নিহতের পরিবারকে সান্তনা দিয়ে জেলার শীর্ষ আলেমগন বলেন ময়নার হাত্যাকারিদের কে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবং নির্দোষ কাওকে হয়রানি না করার জন্য আহবান জানান। পরিশেষে নিহত ময়নার কবর জিয়ারত করেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ব্রাক্ষণবাড়িয়া জেলা সভাপতি মুফতী মুবারকুল্লাহ, সিনিঃ সহ-সভাপতি মুফতী বোরহানউদ্দিন কাসেমী, সহ-সভাপতি মাওঃ জহিরুল ইসলাম, জেলা সাধারন সম্পাদক- মুফতী আলী আজম কাসেমী, জেলা হেফাজত নেতা মাওঃ সুলাইমান সাদী, সহ সম্পাদক- মাওঃ কাজী সাইফুর রহমান (মুন্না)। , উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি- হাঃ কবির, মাওঃ জানে আলম সিদ্দিকি,মুফতী সালমান কাসেমী, কাজী শওকত,মাওঃ আফসার খান জিহাদী,মুফতী সিফাত জামিল,মাওঃ রাকিবুল ইসলাম মিটন, মাওঃ দিদার হোসাইন, মাওঃ সালমান হায়দার প্রমুখ।