ইতোমধ্যে কুমিল্লা জেলার দক্ষিণ অংশের এলাকাগুলো এবং ফেনী জেলার বেশিরভাগ এলাকায় পানি জমতে শুরু করেছে
ইতোমধ্যে কুমিল্লা জেলার দক্ষিণ অংশের এলাকাগুলো এবং ফেনী জেলার বেশিরভাগ এলাকায় পানি জমতে শুরু করেছে।
এই পানি বাড়বে কারণ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে।
অন্যদিকে ত্রিপুরায় গোমতীর পানি উদয়পুর এবং অমরপুর পয়েন্টে প্রায় বিপদসীমায় পৌঁছে গেছে এবং যেহেতু সেখানেও একইভাবে বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে।
এই পানি কুমিল্লা এবং ফেনী জেলার উপর দিয়েই যাবে।
তাই যেসব এলাকায় গতবার পানি উঠেছিল সেসব জায়গার সবাই নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত কিংবা সবাই আগাম সতর্কতা অবলম্বন করা উচিৎ।
পাশাপাশি বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ঔষধ পত্র সংগ্রহ করে রাখা উচিত।
[ ভারতের ত্রিপুরায় ইতিমধ্যেই রেড এলার্ট জারি করেছে। ]
আল্লাহ সবাইকে রক্ষা করুন।