সামাজিক লজ্জা, অপমান আর আত্মসম্মানের ভার সইতে না পেরে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলার হাসেম মিয়া (৪০) কেঁরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৭ জুলাই) শহরের জুবিলি রোড ও মধ্যপাড়ার সংযোগস্থলে হাসেম মিয়া এক পর্যায়ে অপ্রত্যাশিত ও অশালীন আচরণে লিপ্ত হন, যা স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরবর্তীতে সেই ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। দ্রুত ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং হাসেম মিয়াকে ঘিরে শুরু হয় আলোচনা, সমালোচনা ও কটাক্ষ। অপমান, আতঙ্ক ও সামাজিক লজ্জার মুখে পড়ে হতভম্ব হয়ে পড়েন হাসেমের পরিবার। এই চাপ আর সহ্য করতে না পেরে বিকালে কেঁরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন হাসেম।
এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘ভাইরাল’ সংস্কৃতি কতটা নির্মম হতে পারে। একজন মানুষ একবার ভুল করলে গোটা সমাজ তাকে কীভাবে পিষে ফেলে, তা যেন রক্তাক্ত সত্য হয়ে সামনে এলো হাসেমের মৃত্যুর মধ্য দিয়ে।