(ফার্নিচার মার্কেট,আশুগঞ্জ পূর্ব বাজার,আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া) এলাকায় একটি ভয়ংকর সামাজিক সমস্যার কথা আপনাদের অবগত করতে চাই। আমার অনুরোধ থাকবে, দয়া করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
বর্তমানে আশুগঞ্জ পূর্ব বাজার ফার্নিচার মার্কেট এলাকায় অনলাইন জুয়ার (৯৯৯, স্যাটটা, বাজি, ইত্যাদি) ভয়াবহ বিস্তার ঘটেছে। এই জুয়ায় বহু মানুষ, বিশেষ করে দোকানের কর্মচারীরা ফাঁসছে এবং আর্থিকভাবে ধ্বংস হচ্ছে। বহু মানুষ লাখ টাকা দেনায় পড়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে।
এই চক্রটি মূলত ফার্নিচারের দোকানে কাজ করা কিছু ব্যক্তি চালাচ্ছে। তাদের মধ্যে এক ব্যক্তি, যার নাম “জনি” (যতটুকু জানা গেছে), সে একজন এজেন্ট হিসেবে কাজ করছে। জনি বিদেশে থাকার সময় অনলাইন জুয়ার কৌশল শিখে এসেছে এবং এখন এলাকায় এই কর্মকাণ্ড চালিয়ে সাধারণ, কম শিক্ষিত কর্মচারীদের ব্যবহার করে আইডি খুলে দিচ্ছে। সে এসব আইডি থেকে কমিশন নেয় এবং অনেক সময় প্রতারণাও করে, যেমন— আইডির টাকা আত্মসাৎ করা ইত্যাদি।
এভাবে পুরো এলাকায় একটি অবৈধ জুয়া চক্র গড়ে উঠছে। মানুষ সর্বস্ব হারাচ্ছে। তরুণ সমাজ নষ্ট হচ্ছে। অথচ এই বিষয়ে এখনও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
আমার পরিচয় গোপন রাখার অনুরোধ রইল। আমি চাই কর্তৃপক্ষ নিজেরা তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।
—
#অনলাইন_জুয়া_বন্ধ_করুন
#অপরাধ_দমন
#আশুগঞ্জ_বাঁচাও