ব্রাহ্মণবাড়িয়া রোজ মঙ্গল বার ২৪শে জুন ২০২৫ইং তারিখে, বিকাল ৪:০০ ঘটিকার সময় বাংলাদেশ সেনাবাহিনী কায়দা কানুন এর মাধ্যমে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে সরাইল বিশ্বরোড গোল চত্বর এলাকায়,আশুগঞ্জ ক্যাম্প থেকে লেফটেন্যান্ট সাইফ এর নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে বিভিন্ন ধরনের গাড়ি থেকে ৩ জন চাঁদাবাজ কে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতার করা হয়।
. চাঁদাবাজদের নাম ও ঠিকানা:- (১) নাম:- মোঃ মোকলেস মিয়া (৫৫),পিতা:- মৃত সৈয়দ হাবিব, গ্রামঃ-কুটটা পাড়া পশ্চিম,পোস্ট ও থানা:- সরাইল,জেলা:- ব্রাহ্মণবাড়িয়া ।(২) নামঃ- নয়ন (৩০),পিতা:- মৃত শামসু মিয়া,গ্রাম:- কুট্টাপাড়া (পূর্ব),পোস্ট ও থানা:- সরাইল,
জেলা:- ব্রাহ্মণবাড়িয়া। (৩) নামঃ-মোঃআরাফাত আলী,
পিতা:-আঃ আলী, গ্রাম:- নীজ সরাইল, পোস্ট ও থানা:-সরাইল, জেলা:- ব্রাহ্মণবাড়িয়া।
উল্লেখ্য যে চাঁদাবাজ ৩ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।