ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাতিজার দায়ের কুপে চাচা রফিকুল ইসলামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাতিজার দায়ের কুপে চাচা রফিকুল ইসলামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গে
জানা যায়, রফিকুল ইসলাম ও তার আপন ভাই দুধন মিয়ার সাথে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে তর্কবিতর্ক হয়, তর্কবিতর্কির এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ তার চাচা রফিকুল ইসলাম এর উপর হামলা করেন৷
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকুল ইসলামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।