ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানগর গোধূলী ট্রেনে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সিলেট রেলওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আখাউড়া রেলওয়ে থানার যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের ‘ঠ’ বগির দরজার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সুমন মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল (ইব্রাহিমের বাড়ি) এলাকার বজলু মিয়া ও ফাতেমা বেগমের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।