ব্রাহ্মণবাড়িয়ায় নিজের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। ২৫ বছর বয়সী ফয়সাল আহমেদ পূর্ব মেড্ডা এলাকার মৃত শেখ মোহাম্মদ এমদাদের ছেলে।
বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।
এর আগে, মঙ্গলবার রাতে ফয়সাল তার ফেসবুকে লিখেছিলেন, ‘আমার রবের কাছে একটাই চাওয়া সেটা হল তুমি। এই দুনিয়াতে এক সঙ্গে থাকার ইচ্ছাটা অনেক দুজনের। কিন্তু দুজনের পরিবারের মানুষ গুলো বুঝলো না, আহারে কষ্ট।’
পরিবারের সদস্যদের বরাতে ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, বুধবার রাতে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ফয়সালের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি আরও বলে, ফয়সালের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। তবে পরিবারের সম্মতি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।
তিনি বলেন, ‘প্রেমঘটিত সেই হতাশা থেকেই ফয়সাল আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
ফয়সালের ঘর থেকে পুলিশ একটি চিঠিও উদ্ধার করে, যেখানে প্রেমিকার প্রতি আবেগময় কিছু কথা লেখা ছিল বলে জানান ওসি