নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষ্যে ফেসবুকে পোষ্ট দেয়ার জেরে অপর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত নামের ওই নেতা সংগঠনটির আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ।
আখাউড়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে অপপ্রচার ও উসকানিমূলক পোস্ট করিয়া অবৈধভাবে মিছিল মিটিং করার উদ্যোগ গ্রহণ কালীন ২৩/০৬/২০২৫ইং তারিখ, বিকাল ০৪.১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মোগড়া বাজার এলাকা হইতে মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত(২৯), পিতা-মৃত আবুল কালাম আজাদ, মাতা-মোসাঃ বিউটি বেগম, সাং-মোগড়া(সাহেব পাড়া), ইউপি-মোগড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।