নবীনগরে ইউপির চেয়ারম্যান অপসারনের দাবিতে মানববন্ধন
জনতার ব্রাহ্মণবাড়িয়া কাজী মেহেদী হাছান, নবীনগর প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৬ নং সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফ্যাসিবাদ আওয়ামী লীগের ধূসর ও ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী।
সাতমোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন আহামেদ বিগত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ হইতে অদ্যাবধি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। যার কারনে তার শীল ও স্বাক্ষর জালিয়াতি করে কিছু স্বার্থবাদী লোকেরা ফায়দা লুটছে। সাধারণ জনগণ সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। অত্র চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরেও অদ্যাবধি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। যারফলে জনগণ নাগরিকত্ব, জন্ম-মৃত্যু সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে চরমভাবে হয়রানির শিকার হচ্ছে এবং চেয়ারম্যান না থাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব জসীম চেয়ারম্যানকে অপসারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউসার আলম, সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিম রিপন, সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, যুবদল নেতা মোঃ শাহিন কাজল, নুরুন্নবী শান্ত, মোঃ ফুল মিয়া, মোঃ আতাউর রহমান, আবুল বাশার, ইঞ্জিনিয়ার ফুয়াদ হাসান, রবিউল হাসান মানিক, রুহুল আমিন বাইজিদ, হাজী আব্দুল্লাহ আল মামুন, মোখলেছুর রহমান ও সুজ্জ মিয়া প্রমুখ।