নবীনগরে প্রকাশ্যে ছিনতাই স্বর্ণালংকার-নগদ অর্থ লুট, জনতার হাতে আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনে-দুপুরে এক বৃদ্ধার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ জুলাই) সকাল আনুমানিক এগারোটার দিকে উপজেলার বাঙ্গরা বাজারের আরফান সরকার সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হুরুয়া গ্রামের বাসিন্দা মোছাঃ আক্তারা বেগম (৭০)। তিনি কাঠপট্টি এলাকার পাকা রাস্তায় চলার সময় ৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে কানের দুল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। বাকি একজন পালিয়ে যায়, অন্যজন ছিল নারী, তিনিও পালিয়ে যেতে সক্ষম হন।
আটক দুইজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলার বাসিন্দা নাসিম ও আনিস মিয়া। পরে স্থানীয়রা নবীনগর থানা ও সেনাবাহিনীকে খবর দিলে যৌথবাহিনী এসে তাদের থানায় নিয়ে যায়।
বাজারের ব্যবসায়ী হেলাল সরকার জানান, “আমার দোকানের সামনে সিএনজিতে থাকা এক মহিলার চিৎকার শুনে ছুটে যাই। দেখি দুই যুবক তার কানের দুল টান দিচ্ছে। এলাকাবাসী মিলে দু’জনকে ধরে ফেলে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে নিয়ে যায়।”
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় আক্তারা বেগম নবীনগর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে আলাউদ্দিন ও ইফাত জাহান ইকরাম সাক্ষী হিসেবে উল্লেখ আছেন।