1. news1@janatarabrahmanbaria.online : admin :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া পৌর ওলামাদলের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে অর্থ উপদেষ্টার ডিও লেটার এনসিপির সমর্থকদের বিরুদ্ধে ভূমি অফিসের বেষ্টনী ভাঙ্গার অভিযোগ \ থানায় এসিল্যান্ডের জিডি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতীয় প্রায় ৬৩ মণ (২ হাজার ৫০০ কেজি) গরুর মাংসসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরস্থ ওলীয়ে কামেল শাহ্পীর কল্লা শহীদ (রহ:) এর সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ আগামী ১০ আগষ্ট থেকে শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামের নুসরাত আক্তার (১২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় রাজধানীর উত্তরা থেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানগর গোধূলী ট্রেনে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে সম্প্রতি ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটি ২৫ জুলাই বিলুপ্ত করে

উস্তাদের প্রতি আকাবীর আসলাফদের “ভালোবাসা

জনতার ব্রাহ্মণবাড়িয়ার বার্তা সম্পাদক / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

উস্তাদের প্রতি আকাবীর আসলাফদের “ভালোবাসা”

#ইমাম আবু ইউসুফ رحمة واسعة رحمه الله
উনার উস্তাদ
ইমামে আজম আবু হানিফা رحمه الله رحمة واسعة এর প্রতি মহব্বত, ভালোবাসা,তাযীম, সম্মান ও অনুরাগ ছিল গভীর, হৃদয়স্পর্শী ও অনন্য উদাহরণ। এটি ইলম ও আদব,তালীম, তাযকিয়ার জগতে এক আলোকিত সম্পর্কের নিদর্শন।

তিনি শুধু একজন ছাত্র ছিলেন না, বরং তাঁর উস্তাদের ফিকহী চিন্তা-দর্শনের একজন বিশ্বস্ত ব্যাখ্যাকার, সংরক্ষক ও প্রচারক ছিলেন।

ইমাম আবু ইউসুফ رحمه الله বলেন:
আমার একমাত্র আফসোস — ইমাম আবু হানিফা’র সঙ্গে যত সময় কাটিয়েছি, যদি তার চেয়ে আরও বেশি সময় তাঁর সঙ্গে বসতাম, শিখতাম!”

ইমাম আবু ইউসুফ (রাহি.) বলতেন:

“আমি এমন কাউকে দেখি না যার প্রতি আমার দায়িত্ব, আমার উস্তাদ আবু হানিফা থেকে বেশি।”
(الرفع و التكميل، عبد الحي اللكنوي)

ইমাম আবু হানিফা র রাহি. প্রতি
ইমাম মোহাম্মদ রাহি. এর ভালোবাসা
গভীর কৃতজ্ঞতা:

ইমাম মুহাম্মদ رحمه الله বলতেন:

> «لولا أبو حنيفة وسفيان، لما عرفت شيئا»
“আবু হানিফা ও সুফিয়ানের (ইলম) ছাড়া আমি কিছুই জানতাম না।”

#হাদীস শাস্ত্রের একজন বিশিষ্ট মুহাদ্দিস
শাইখ আব্দুল হাই লাখনৌভি (رحمه الله) এর একটি বিখ্যাত কথা—তিনি তার কিতাব “الرفع والتكميل في الجرح والتعديل”–এ এমন কথা উল্লেখ করেছেন, যা তাঁর বিনয় ও উস্তাদদের প্রতি গভীর সম্মান ও দায়বদ্ধতার পরিচয় দেয়।

وأما أنا فقد أكثرتُ التتلمذ عند المشايخ حتى لا يكون حقّ أحدٍ منهم لازماً عليّ، بل يكون الفضل لهم جميعاً.”

তিনি সেখানে বলেন:
“আমি বহু উস্তাদের নিকট ইলম অর্জন করেছি, যাতে কোনো এক উস্তাদের হক আমার উপর অপরিহার্য না হয়ে পড়ে; বরং সবারই আমার প্রতি অনুগ্রহ থেকে যায়।”

“وہ جو چپکے سے دعائیں دے، اور کبھی بد دعا نہ کرے،
ایسا استاد صرف نصیب والوں کو ملتا ہے۔”
“যিনি নিঃশব্দে দোয়া দেন, কখনো বদদোয়া করেন না,
এমন উস্তাদজ্বী কেবল ভাগ্যবানরাই পান।”

যখন আমি দারুলউলুম দেওবন্দের ছাত্র ছিলাম , তখন আমার প্রিয় উস্তাদ আল্লামা আব্দুল্লাহ মারুফী হাফি. বলেছিলেন যে, যখন কোনো বড় মানুষ কথা বলবে তখন চুপ থাকবে, যদি কিছু বলতে বলে তাহলে বলবে আমি কিছু ই জানিনা আপনিই বলেন;
মূলত উস্তাদজ্বী আদব শিক্ষা দিচ্ছিলেন যে কোনো উস্তাদের সামনে কখনোই নিজেকে বড় সাজতে যাবেনা উস্তাদের সামনে নিজেকে সব সময় ছোট বানিয়ে রাখবে।

“استاد کا جو حق ہے، وہ رب کے بعد ہے،
علم دیا، ادب سکھایا، یہ بھی تو ایک عبادت ہے۔”
“উস্তাদ যে হক রাখেন, তা রবের পরেই আসে,
জ্ঞান দিলেন, আদব শেখালেন — এটাও তো এক ইবাদত।”

أنا عبدٌ لمن علّمني حرفًا”

“আমি সেই ব্যক্তির গোলাম, যিনি আমাকে একটি অক্ষর শেখান।”
#বিখ্যাত উক্তি যা হযরত আলী (রাযি.)-এর দিকে সম্বোধন করা হয়।

আমি গোলাম তাঁর— যিনি শিখিয়েছেন একটি অক্ষর, একটি হরফ, এক ফোঁটা ইলম,
তাতে আছে আমার জীবনের মান।

শিক্ষক শুধু পাঠ শেখান না,
তারা অন্তরের আঁধার কাটান।
তাদের হাতে গড়ে উঠে ভবিষ্যৎ মানচিত্র,
তারা পথ দেখান, আলো জ্বালান নিঃস্বার্থ।

আব্বা-মা জন্ম দিয়েছেন,
কিন্তু উস্তাদজ্বী চিনিয়ে দিয়েছেন কে আমি, কি আমার শান!?
তাদের চোখের ইশারা, ঠোঁটের নীরবতা,
তা-ও হয়ে যায় ইজতেহাদ ।

“শিক্ষককে যারা সম্মান করে, আল্লাহ তাদের সম্মানিত করেন।
আর যারা উস্তাদজ্বীর জন্য দোয়া করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে।”

হে আল্লাহ!
আমাদের উস্তাদদের হেফাজত করুন, দূনিয়া ও আখিরাতের আফিয়ত দান করুন।
তাদের জান ও ইলমে বরকত দাও, উভয় জাহানের হাসানা দান করুন। দাজ্জালের ফিতান থেকে হেফাজত করুন। اللهم استجب

#আমাদের অন্তরে উস্তাদের প্রতি আজীবন আদব ও দোয়ার বাতাস বয়ে চলুক।

লেখক: মুফতি খাদেমুল ইসলাম নূর কাসেমী
10:05 pm
10/07/25


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
Theme Created By Jp Host BD