1. news1@janatarabrahmanbaria.online : admin :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া পৌর ওলামাদলের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে অর্থ উপদেষ্টার ডিও লেটার এনসিপির সমর্থকদের বিরুদ্ধে ভূমি অফিসের বেষ্টনী ভাঙ্গার অভিযোগ \ থানায় এসিল্যান্ডের জিডি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতীয় প্রায় ৬৩ মণ (২ হাজার ৫০০ কেজি) গরুর মাংসসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরস্থ ওলীয়ে কামেল শাহ্পীর কল্লা শহীদ (রহ:) এর সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ আগামী ১০ আগষ্ট থেকে শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামের নুসরাত আক্তার (১২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় রাজধানীর উত্তরা থেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানগর গোধূলী ট্রেনে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে সম্প্রতি ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটি ২৫ জুলাই বিলুপ্ত করে

আপনি হয়তো অনেক কষ্টে আছেন! কোন কিছুই ভালো যাচ্ছে না। কোনো কিছু করতে মন চাচ্ছেনা,

মুফতি খেদেমুল ইসলাম নূর কাসেমী / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
আপনি হয়তো অনেক কষ্টে আছেন! কোন কিছুই ভালো যাচ্ছে না। কোনো কিছু করতে মন চাচ্ছেনা,
আপনি হয়তো অনেক কষ্টে আছেন! কোন কিছুই ভালো যাচ্ছে না। কোনো কিছু করতে মন চাচ্ছেনা,

আপনি হয়তো অনেক কষ্টে আছেন!
কোন কিছুই ভালো যাচ্ছে না। কোনো কিছু করতে মন চাচ্ছেনা,
আপনার মনটা বুঝি একটু ভারী?
“আপনার চেহারায় একরকম ক্লান্তি/ পেরেশানি র চাপ! আপনি মনকে সামলাতে পারছেন না!?
“আপনি হয়তো ভেতরে ভেতরে অনেক কিছু সামলাচ্ছেন।
#মনে রাখুন আপনার মনের হালাত মহান রব জানেন কেননা তিনি হলেন অন্তরজামী.

#আপনি এখন যা অনুভব করছেন, সেটা স্থায়ী নয়। এটা একটা পর্ব — অন্ধকারের পর যেমন সূর্য ওঠে, তেমনি কষ্টের পর আসে শান্তি।
“إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا”
“নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তিও”
(সূরা ইনশিরাহ ৬)

#একটা কথা মনে রাখুন! আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না।
“মানুষের জীবনে যত বিপদ-মুসিবত আসে—তা হোক জমিনে (পরিবেশে, জীবিকা ইত্যাদিতে) অথবা তার নিজের শরীরে ও জীবনে—সবই আল্লাহর ফয়সালা ও তাকদীর অনুযায়ী ঘটে। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি সত্যিকার অর্থে ঈমান রাখে এবং তাঁর ফয়সালাকে মেনে নেয়, আল্লাহ তাকে সঠিক পথ দেখান। তাকে ধৈর্য, সন্তুষ্টি ও উত্তম কথা ও কাজের তাওফিক দেন।”

আল্লাহ তায়ালা বলেন:
مَا أَصَابَ مِنْ مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۗ وَمَن يُؤْمِنۢ بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

“যে কোনো বিপদ আসে, তা আল্লাহরই হুকুমে ঘটে। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।” (তাগাবুন১১)

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَقَالَ ‏ “‏ يَا غُلاَمُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

ইবনে আব্বাস রাদি. থেকে বর্ণিত তিনি বলেন:
কোন এক সময় আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে ছিলাম।

তিনি বললেনঃ হে তরুণ! আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি- তুমি আল্লাহ তা‘আলার (বিধি-নিষেধের) রক্ষা করবে, আল্লাহ তা‘আলা তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহ তা‘আলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহ তা‘আলাকে তুমি কাছে পাবে।

তোমার কোন কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তা‘আলার নিকট চাও, আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তা‘আলার নিকটেই কর। আর জেনে রাখো, যদি সকল উম্মাতও তোমার কোন উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই করতে পারবে, যতটুকু আল্লাহ তা‘আলা তোমার জন্য লিখে রেখেছেন।

অপরদিকে যদি সকল উম্মাত তোমার কোন ক্ষতি করার উদ্দেশ্যে একতাবদ্ধ হয়, তাহলে ততটুকু ক্ষতিই করতে সক্ষম হবে, যতটুকু আল্লাহ তা‘আলা তোমার তাক্বদিরে লিখে রেখেছেন। কলম তুলে নেয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে।

“যে ব্যক্তি এই বিশ্বাস রাখে যে যা কিছু আমাকে পৌঁছেছে, তা আমার তাকদীরে ছিল — এবং যা আমাকে এড়িয়েছে, তা কখনোই আমাকে পৌঁছাতে পারত না — সে সত্যিকার ঈমানদার।”

বিপদে পড়ে হতাশ না হয়ে মুমিন ধৈর্য ধরে ও উত্তম আচরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
Theme Created By Jp Host BD